১১ দিনের সফরে এশিয়ায় পা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরে জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম, ফিলিপাইনে যাবেন তিনি। আর এটা ২৫ বছর পর কোন মার্কিন প্রেসিডেন্টের এশিয়ায় দীর্ঘতম সফর। ডোনাল্ড ট্রাম্প প্রথমে হাওয়াই রাজ্যের পার্ল হারবারে যাবেন, সেখান থেকে জাপান, তারপর দক্ষিণ কোরিয়া যাবেন। সেখানে হামফ্রে ক্যাম্প পরিদর্শন করবেন।
দক্ষিণ কোরিয়ার সিউল থেকে ভিয়েতনামে অ্যাপেক এর সম্মেলনে অংশ নিবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলন শেষে ফিলিপাইনে যাবেন।
এর আগে ১৯৯১ সালে জর্জ বুশ এশিয়া এরকম দীর্ঘতম সফর করেছিলেন। সে সময় জাপান গিয়ে প্রেসিডেন্ট বুশ রাতের ভোজনে অসুস্থ হয়ে পড়েন ও বমি করে ফেলেছিলেন।
এদিকে মার্কিন পররাষ্ট্র নীতিমালায় পাল্টে যাচ্ছে এশীয় অঞ্চলের নাম। এশিয়া- প্যাসিফিক নয় বরং ইন্দো-প্যাসিফিক হিসেবে এ অঞ্চলকে আখ্যা দিচ্ছে হোয়াইট হাউস। আঞ্চলিক রাজনীতি ও বাণিজ্যে চীনের একক উত্থান ঠেকাতেই এ উদ্যেগ নিয়েছে এমন কথা বলছেন বিশ্লেষকরা। এই সফর উত্তর কোরিয়ার পরমাণু হুমকির বিরূদ্ধে জোট গঠনের ওপর গুরুত্ব দেবেন ডোনাল্ড ট্রাম্প।
টিবিজেড/
Leave a reply