নিরাপত্তাহীনতার কারণে পদ ছাড়লেন প্রধানমন্ত্রী!

|

হঠাৎ করেই পদত্যাগ করলেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। আজ শনিবার টেলিভিশনে প্রচারিত ভাষণে তিনি দাবি করেন, জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে সরে দাঁড়াচ্ছেন সরকার প্রধানের পদ থেকে। অবশ্য প্রাণ নাশের কোনো হুমকির বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাননি সাদ।

২০০৫ সালে তার বাবা সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি নিহত হন আঁততায়ীর গুলিতে। অজ্ঞাত স্থান থেকে দেয়া ভাষণে সাদ বলেন, বাবার মতো তাকেও হত্যার ষড়যন্ত্র চলছে। কারও বিরুদ্ধে অভিযোগ না তুললেও সাদের দাবি, লেবাননে হস্তক্ষেপের চেষ্টা করছে ইরান।

তেহরানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হিজবুল্লাহ’র সাথে সমঝোতার মাধ্যমে গত বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন সাদ হারিরি। এর আগেও একবার সরকারপ্রধান ছিলেন তিনি। পশ্চিমা গণমাধ্যমের ধারণা, সৌদি আরবের ইঙ্গিতেই পদ ছেড়েছেন হারিরি। তেহরানের সাথে উত্তেজনার মধ্যে গত এক সপ্তাহে দু’বার রিয়াদ সফর করেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply