নিপীড়ন বন্ধে চীনের ওপর চাপ প্রয়োগের জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন উইঘুর নেতারা। তাদের অভিযোগ- জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের বিরুদ্ধে পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘন করছে বেইজিং।
তুরস্ক-ভিত্তিক ‘সোসাইটি অব দ্য মুসলিম স্কলার্স অব ইস্ট তুর্কিস্তান’-এর প্রতিনিধিরা দোহা সফরকালে বলেন এসব কথা।
দলপ্রধান আব্দেল খালেক উইঘুরের দাবি, চীনের আদিবাসী গোষ্ঠীটির ওপর এক ধরনের ধর্মযুদ্ধ চাপিয়ে দিয়েছে দেশটির সরকার। তাদের অভিযোগ- উইঘুর মুসলিমদের ধর্মীয় মতাদর্শ ও সাংস্কৃতিক ঐতিহ্য মুছে ফেলে নাস্তিকতা আর সাম্যবাদ বিশ্বাসে বাধ্য করতে চায় বেইজিং।
জাতিসংঘের তথ্য অনুযায়ী- মতাদর্শ পরিবর্তনের নামে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি আনুগত্য স্থাপনে বাধ্য করা হচ্ছে বন্দিশিবিরে আটক ১০ লাখের বেশি উইঘুরকে। গেল পাঁচ বছরে জিনজিয়াংয়ে ১৩ হাজার মুসলিমকে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে গ্রেফতারের স্বীকারোক্তিও দিয়েছে বেইজিং।
Leave a reply