উন্নয়ন করতে গিয়ে যেন অবহেলিত জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত না হয়: প্রধানমন্ত্রী

|

উন্নয়ন কাজ করতে গিয়ে যেন অবহেলিত জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে নজর দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কক্সবাজারের মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম প্রকল্পের উপস্থাপনার সময় তিনি এ নির্দেশ দেন।

মাতারবাড়িসহ কক্সবাজারের মহেশখালীতে নির্মিত হয়েছে এলএনজি টার্মিনাল, কাজ চলে কয়লা বিদ্যুৎ কেন্দ্রসহ বেশ কয়েকটি মেগা প্রকল্পের। সকালে প্রধানমন্ত্রীর সামনে এই অঞ্চলকে ঘিরে অবকাঠামো উন্নয়নের মহাপরিকল্পনা তুলে ধরা হয়।

এসময় শেখ হাসিনা বলেন, অনুকূল পরিবেশের কারণে মহেশখালীতে বিনিয়োগে আগ্রহী বিভিন্ন দেশ। বিদ্যুত ও জ্বালানী ঘাটতি মেটাতে এই অঞ্চলে চলছে বিশাল কর্মযজ্ঞ। তবে এই কাজ করতে গিয়ে স্থানীয়দের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply