পাকিস্তানের করাচিতে প্রখ্যাত আলেম মুফতি তাকি উসমানীর গাড়িবহরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার তাকি উসমানীকে লক্ষ্য করে চালানো হামলায় তিনি ও তার স্ত্রী প্রাণে বেচেঁ গেলেও ২জন দেহরক্ষী নিহত হয়েছেন।
ডন জানিয়েছে, তাকি উসমানিকে বহনকারী গাড়িসহ অপর একটি গাড়িতে হামলা চালানো হয়। দুটি গাড়ির কাঁচ ভেদ করে গুলি ঢুকে পড়ে। এতে তাকি উসমানী ও তার স্ত্রী আহত হয়েছেন। পুলিশ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
প্রথমে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল করাচির হাইওয়ের কাছাকাছি ফয়সাল নার্সারির কাছে গুলিবর্ষণের ঘটনা ঘটে, পরে বলা হয়েছে গুলশান ইকবালের নাপাপুল এলাকার কাছে গুলিবর্ষণ হয়।
দারুল উলুম করাচির মুখপাত্র তালহা রহমানী জানিয়েছেন, আল্লামা তাকি উসমানী প্রাণে বেচেঁ গেছেন। বর্তমানে তিনি হাসপাতালে রয়েছেন।
করাচির এডিশনাল আইজি আমির শেখ বলেছেন, এটি জঙ্গিবাদী কোনো হামলা নয়। পাকিস্তান ও করাচিকে অশান্ত করার পরিকল্পিত ষড়যন্ত্র।
আল্লামা তাকি উসমানী বিশ্বে খ্যাতিমান মুসলিম স্কলার হিসেবে পরিচিত। দারুল উলুম করাচির এ ভাইস প্রিন্সিপাল পাকিস্তানের প্রথম গ্রান্ড মুফতি শফি রহ. এর ছেলে এবং পাকিস্তানের বর্তমান গ্যান্ড মুফতি রফি উসমানির ছোট ভাই। তিনি পাকিস্তান সুপ্রিমকোর্টের শরীয়া বেঞ্চের সাবেক বিচারপতি।
Leave a reply