উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা ট্রাম্পের

|

উত্তর কোরিয়ার ওপর জারিকৃত সাম্প্রতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক টুইটবার্তায় এ কথা জানান তিনি।

ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার ওপর মার্কিন ট্রেজারি বিভাগের জারি করা নতুন নিষেধাজ্ঞা বাতিলের নির্দেশ দিয়েছেন তিনি। অবশ্য কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, চীন ভিত্তিক দুটি শিপিং প্রতিষ্ঠানের বিষয়েই তার এ নির্দেশনা। কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে, এমন অভিযোগ মার্কিন প্রশাসনের। বৃহস্পতিবার দুই প্রতিষ্ঠানের ওপর আরোপ করা হয় নিষেধাজ্ঞা। হোয়াইট হাউজ মুখপাত্র সারা স্যান্ডার্স জানান, উত্তর কোরিয়ার ওপর সবশেষ নিষেধাজ্ঞাকে অপ্রয়োজনীয় ভাবছেন প্রেসিডেন্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply