কোন ধরনের নিয়োগ বাণিজ্য, ঘুষ দুর্নীতি, অনিয়ম দায়িত্ব পালনের ক্ষেত্রে অবহেলা বরদাশত করা হবেনা বলে আবারো হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এডভোকেট শ. ম রেজাউল করিম।
আজ শনিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত পিরোজপুর জেলা সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আইনের মধ্যে থেকে নাগরিকদের সব ধরনের সুবিধা নিশ্চিত করা হবে। আর্থিক সুবিধার মাধ্যমে কাউকে অবৈধ কোন সুযোগ দেয়া হবেনা।
সব ধরনের স্বজনপ্রীতির উর্ধ্বে ওঠে সবাইকে কাজ করার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, যারা যোগ্য তারাই নিয়োগ বা কাজের সুযোগ পাবে।
পিরোজপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক ও গণপূর্তমন্ত্রী শ.ম রেজাউল করিম আরো বলেন, রাজনীতিতেও স্বচ্ছতা, জবাবদিহিতার মাধ্যমে গুনগত পরিবর্তন আনতে হবে। শুধুমাত্র বিরোধী মতের বলে ক্ষমতার অপব্যবহার করে কাউকে হয়রানি করার মানসিকতা পরিহার করতে হবে।
অনুষ্ঠানে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছ ও উত্তরীয় পরিয়ে দেন সমিতির নেতারা।
Leave a reply