সরকারি অফিসে সময়মতো আসেন না অনেক কর্মকর্তা-কর্মচারি। এমন অভিযোগ পুরনো। আকষ্মিক পরিদর্শনে গিয়ে এমন অভিযোগের সত্যতা পেলেন ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেন।
আজ সকাল ৯টার দিকে শৈলকূপা উপজেলায় হাজির হন তিনি। গিয়ে দেখেন, নির্বাচন অফিস, সাব-রেজিস্ট্রার অফিস, পানি উন্নয়ন বোর্ড কার্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়সহ বেশ কয়েকটি জনগুরুত্বপূর্ণ দফতরে তালা ঝুলছে। কর্মকর্তা-কর্মচারিদের বেশিরভাগই আসেননি অফিসে। কয়েকটি জায়গায় তিনি নিয়মিত হাজিরা খাতায়ও সাক্ষর পাননি। এতে ক্ষুব্ধ হয়ে জেলা প্রশাসক জাকির হোসেন অনিয়মিতদের শোকজের নির্দেশ দেন। অনেকে খবর পেয়ে তাড়াতাড়ি অফিসে এসে জেলা প্রশাসকের জেরার মুখে পড়েন।
Leave a reply