একাত্তরে বাংলাদেশে চালানো পাকিস্তানী বাহিনীর গণহত্যার বিষয়টি আলোচনায় তুলে ধরবে জাতিসংঘ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে এ কথা জানান সংস্থাটির আন্ডার সেক্রেটারি জেনারেল অ্যাডামা ডিয়েং।
সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন অ্যাডামা ডিয়েং। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কাছে তুলে ধরেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কীভাবে গণহত্যা চালায় পাকিস্তানের হানাদার বাহিনী ও তাদের দোসররা। প্রধানমন্ত্রী জানান-মুক্তিযুদ্ধের সময় ২ লাখের বেশি নারী নির্যাতিত হয়েছিলেন। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Leave a reply