Site icon Jamuna Television

বাস থেকে ফেলে ছাত্র হত্যায় চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগে চালক ও হেলপারকে আসামি করে মামলা হয়েছে।

বেলা সাড়ে তিনটার দিকে মৌলভীবাজার মডেল থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুত্যুঞ্জয় কুণ্ড।

ওসি সোহেল আহমদ জানান, বাদি আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছেন।

মামলায় উল্লেখ করা হয়, শনিবার ভাড়া নিয়ে চালক ও হেলপারের সাথে কথাকাটাকাটি এক পর্যায়ে মৌলভীবাজারের শেরপুর এলাকায় বাস থেকে ফেলে হত্যা করা হয় ওয়াসিমকে। আহত হয় আরেক ছাত্র। এর আগে, আসামিদের গতকাল আদালতে তোলা হয়। ১৬৪ ধারায় জবানবন্দি দেয় তারা।

টিবিজেড/

Exit mobile version