গোলান ইস্যুতে ট্রাম্পের বিরুদ্ধে একাট্টা সৌদি, কাতার, আমিরাত

|

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক গোলান মালভূমি ইসরাইলের সার্বভৌমত্ব হিসেবে স্বীকৃতি দেয়ার বিষয়টি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। এ বিষয়ে ঘোষণাপত্রে ট্রাম্পের স্বাক্ষরেরও কঠোর নিন্দা জানিয়েছে দেশটি।

সৌদি সরকারের দেয়া বিবৃতিতে বলা হয়, গোলান মালভূমিতে ইসরাইলি দখলদারিত্ব মেনে নেয়ার যে উদ্যোগ মার্কিন প্রেসিডেন্ট নিয়েছেন, তা মধ্যপ্রাচ্যসহ বিশ্বশান্তির জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। গোলান মালভূমি একটি আরব ভূখণ্ড। এবং কারো স্বীকৃতির কারণে বাস্তবতা বদলে যাবে না বলেও বিবৃতি উল্লেখ করা হয়েছে।

দীর্ঘদিন ধরে পরস্পরের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত উপসাগরীয় দেশগুলো এই ইস্যুতে ট্রাম্পের বিরুদ্ধে একাট্টা হয়েছে। কাতার মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছে, গোলান সিরিয়াস অংশ। এই মালভূমিকে ইসরায়েলের বলে স্বীকৃতি দেয়ার মধ্যপ্রাচ্য সংকটকে আরও ঘনীভূত করবে। এক্ষেত্রে আন্তর্জাতিক আইন মেনে চলতে হোয়াইট হাউজকে আহ্বান জানিয়েছে দোহা।

সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতও একই দাবি জানিয়েছে। আন্তর্জাতিক আইন মেনে চলতে এসব দেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে।

আন্তর্জাতিক আইন অনুযায়ী গোলানের পাহাড়ি অঞ্চলটি সিরিয়ার একটি আরব ভূখণ্ড। যা ইসরাইল অবৈধভাবে দখল করে রেখেছে।

প্রসঙ্গত, ১৯৬৭ সালে ছয় দিনের আরব-ইসরাইল যুদ্ধের সময় তেলআবিব সিরিয়ার কাছ থেকে কৌশলগত এ এলাকাটি দখল করে নেয়। তবে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় কখনই এর স্বীকৃতি দেয়নি। দশকের পর দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের দেশগুলো ইসরাইলের এ দখলদারিত্বকে প্রত্যাখ্যান করে আসছিল।

কিন্তু ট্রাম্প এবার গোটা বিশ্বকে উপেক্ষা করে দখলকৃত ওই ভূখণ্ডের ওপর ইসরাইলের দখলদারিত্বকে স্বীকৃতি দিয়েছেন। গত সোমবার ওয়াশিংটনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপস্থিতিতে গোলান মালভূমি ইসরাইলের ভূখণ্ড এ ঘোষণাপত্রে সই করেন ট্রাম্প।

টুইটারে ট্রাম্প বলেন, ৫২ বছর পর গোলান মালভূমিতে ইসরাইলের সার্বভৌমত্বে স্বীকৃতি দেয়ার সময় এটিই।

মালভূমিতে বর্তমানে ২০ হাজার অবৈধ দখলদার বসবাস করছেন। কাজেই এ দখলদারিত্ব কখনই আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দিতে পারে না। এদিকে ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে সমালোচনা ও নিন্দা জানানো হয়েছে। এর মধ্যে জাতিসংঘ মানবাধিকার কমিশন, ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক, ফ্রান্সসহ অনেক দেশ রয়েছে।

যমুনা অনলাইন/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply