দীর্ঘ ৯ মাস পর আবারও সৌদি আরবের তিন নারী মানবাধিকার কর্মীর বিচার কাজ শুরু করেছে দেশটির আদালত। এতে ক্ষোভ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।
অভিযুক্তরা হলেন, মানবাধিকারকর্মী লওজান আল হাতলোল, প্রফেসর হাতন আল ফাসি এবং ব্লগার ইমাম আল নাফজান।
বুধবার তাদেরকে আদালতে হাজির করা হয়। সাইবার অপরাধ আইনে মামলা হয় তিন নারী মানবাধিকার কর্মীর বিরুদ্ধে। তাদের মুক্তির জন্য আদালতে আপিল করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।
দেশটির আইনে সাইবার অপরাধ মামলায় সর্বোচ্চ ৫ বছরের সাজার বিধান রয়েছে।
Leave a reply