মিয়ানমারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে চীনের বাধা

|

মিয়ানমারের বিরুদ্ধে এবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হলো প্রেসিডেনশিয়াল স্টেটমেন্ট। সোমবার অনুমোদন পাওয়া বিবৃতিতে অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়।

রাখাইনে সহিংসতা বন্ধের পাশাপাশি রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে তাগিদ দেয়া হয় বিবৃতিতে। আহ্বান জানানো হয় মানবাধিকারের প্রতি শ্রদ্ধা রাখতেও। নিরাপত্তার পরিষদের বৈঠকে সদস্য দেশগুলো ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ও মিয়ানমারের প্রতিনিধিও। পরিষদে নেইপিদোর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব তোলা হলেও, চীনের বিরোধীতার মুখে তা পাস হয়নি। অবশ্য মিয়ানমারের বিরুদ্ধে আনা বিবৃতিতে সম্মতি দিয়েছে চীন। এটাই মিয়ানমারের বিরুদ্ধে গেল ১০ বছরের মধ্যে নেয়া সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ। বিবৃতির সমালোচনা করে মিয়ানমার প্রতিনিধি জানায়, রাখাইন ইস্যুতে ভিত্তিহীন তথ্য উপাত্ত তুলে ধরা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply