‘ঋণ করে দোকানে মাল তুলেছি আজ সব শেষ হয়ে গেলো’

|

ঋণ করে দোকানে মাল তুলেছি আজ সব শেষ হয়ে গেলো, আমাদের আর ঘুরে দাঁড়ানোর সামর্থ নেই। এমনটাই বলে আহাজারি করছিলেন গুলশান ১ এর ডিএনসিসি মার্কেটের এক নারী দোকানি।

চোখের পানি পড়ছে আর এই নারী বলছেন, আমার ছেলে নেই, চারটা মেয়ে। ২০১৭ সালেও আমার ক্ষতি হয়েছিলো। তখন সরকার থেকে কোন সহায়তা পাইনি। আগের ঋণ আছে ব্যাংক তো আমাদের আর ঋণ দিবো না। আমাদের অবস্থা এমন যে যেদিন বেচা কেনা হবে সেদিন খাবার জোটবে।

এর আগে আজ শনিবার ভোরে আগুনের সূত্রপাত হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সকাল ৮ পরে আগুন নিয়ন্ত্রণে আসে। গত বছরের ২ জানুয়ারি একই জায়গায় আগুন লেগেছিল।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply