ফায়ার সেফটি না থাকায় ছোট ঘটনায় বড় ধরণের ক্ষতি হচ্ছে: হানিফ

|

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বেশিরভাগ স্থাপনায় ফায়ার সেফটি না থাকায় ছোট ঘটনায় বড় ধরণের ক্ষতি হচ্ছে। সকালে ডিএনসিসি মার্কেটের কাঁচা বাজারে আগুন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তদন্তের প্রতিবেদন পেলে বলা যাবে কিভাবে আগুন লেগেছে তবে আমরা এটাকে এখন দুর্ঘটনা হিসেবে দেখতে চাই। এর পিছনে নাশকতা আছে কিনা সেটা আমাদের জানা নেই। তবে যতটুকু জানা গেছে এই কাঁচা বাজারে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

মাহবুবউল আলম হানিফ বলেন, ব্যবসায়ীরা বারবার ক্ষতিগ্রস্ত হোক আমরা এটা চাই না। আমরা চাই স্থায়ী সমাধান।

এর আগে আজ শনিবার ভোরে আগুনের সূত্রপাত হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সকাল ৮ পরে আগুন নিয়ন্ত্রণে আসে। গত বছরের ২ জানুয়ারি একই জায়গায় আগুন লেগেছিল।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply