কুমিল্লায় মায়ের গর্ভে সন্তান রেখে সেলাইয়ের ঘটনায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে ১৫ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ঘটনায় পরবর্তী শুনানি ১৬ নভেম্বর নির্ধারণ করেছেন উচ্চ আদালত।
প্রসূতির গর্ভে বাচ্চা রেখে সেলাইয়ের ঘটনার ব্যাখ্যা দিতে আজ সকাল ১০টার দিকে কুমিল্লার সিভিল সার্জন, ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও অপারেশনকারী চিকিৎসক হাইকোর্টে হাজির হন। এসময় আদালত তাদের ব্যাখ্যা শুনেন।
পরে ১৫ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দেন। পাশাপাশি ১৬ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত।
গত ১৮ সেপ্টেম্বর দাউদকান্দি উপজেলার লাইফ ডিজিটাল হাসপাতালে অস্ত্রোপচারে সন্তান জন্ম হয় গৃহবধূ খাদিজার। কিন্তু গর্ভের ভেতর আরেক বাচ্চা রেখেই সেলাই করে দেন চিকিৎসক। এরপর ২৫ অক্টোবর ঢাকা মেডিকেলে অপারেশন করে মৃত বাচ্চা বের করা হয় গর্ভ থেকে।
Leave a reply