বিশ্বে প্রথম কিডনি দিলেন মার্কিন এইডস রোগী

|

বিশ্বে প্রথমবারের মতো একজন এইচআইভি পজেটিভ রোগীর শরীর থেকে কিডনি প্রতিস্থাপন করলেন মার্কিন চিকিৎসকরা। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড রাজ্যের বাল্টিমোরে অবস্থিত জন হপকিন্স হাসপাতালে সফল অপারেশনের পর কিডনিদাতা ও গ্রহীতা উভয়ই সুস্থ আছেন বলে বৃহস্পতিবার চিকিৎসকরা জানিয়েছেন। বিবিসি

জন হপকিন্সের চিকিৎসক ডরি সেগেভ জানান, ‘মনে করা হতো এইচআইভি পজিটিভ একজন কখনও কিডনিদাতা হতে পারবে না। কারণ এতে গ্রহীতা ব্যক্তি মারাত্মক ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে। কিন্তু এমন একটি ওষুধ তৈরি হয়েছে, যা ব্যবহারে এইচআইভি আক্রান্ত ব্যক্তির কিডনি নিরাপদ থাকে এবং তা স্থানান্তরেও কোনো ঝুঁকি থাকে না।’

মেডিসিন ও অনকোলজি বিভাগের প্রফেসর ক্রিস্টিন ডুরান্ড বলেন, উন্নত ও অত্যাধুনিক ওষুধ তৈরি হওয়া সত্ত্বেও মানুষকে এটি বোঝানো কঠিন যে, কিডনির ক্ষেত্রে এইচআইভি রোগ অনেকটাই ভিন্ন। সোমবারের অপারেশনের পর উভয়ই সন্তুষ্ট ছিলেন। চূড়ান্ত প্রতিবেদন পেতে তাদের দীর্ঘ সময় পর্যবেক্ষণে রাখতে হবে।

আটলান্টার বাসিন্দা ৩৫ বছর বয়সী ডোনার নিনা মার্তিনেজ জানান, ‘এ ধরনের চিকিৎসায় প্রথম কোনো পরীক্ষার অংশ হওয়ার ব্যাপারে আমি খুবই উত্তেজিত ছিলাম এবং এখন সুস্থ অনুভব করছি।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply