গোবিন্দগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে আটক ৯

|

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে নয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলাবাহীনির সদস্যরা।

রবিবার (৩১ মার্চ) গোবিন্দগঞ্জ উপজেলার সিংজানি সরকারী প্রাথমিক বিদ্যালয়, হিয়াতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পান্থপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। এরমধ্যে ৬ জন জাল ভোট দেয়ার চেষ্টা ও বাকী তিনজন ভোট কেন্দ্রে প্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে আটক করা হয়।

আটকরা হলেন, আমির হোসেন, মেহেদী হাসান, রায়হান মিয়া, মাহবুবর রহমান, রুহুল আমিন ওরফে মোনারুল, আতিকুর রহমান, শিমুল মিয়া। তবে তাৎক্ষণিকভাবে আটক দুইজনের নাম জানা জায়নি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ভোট গ্রহণ চলাকালে আটকরা জাল ভোট দেয়ার চেষ্টা, কেন্দ্রে অবৈধভাবে প্রবেশ ও প্রভাব বিস্তার করছিলো। এসময় কেন্দ্রের দায়িত্বরত আইনশৃঙ্খলাবাহীনির সদস্যরা তাদের আটক করে। আটকদের থানা হাজতে রাখা হয়েছে। ভোট গ্রহণ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply