Site icon Jamuna Television

গাজীপুরে ‘বন্দুক যুদ্ধে’ যুবক নিহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন ভবানপুর এলাকায় গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে জাহাঙ্গীর (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। রোববার (৩১ মার্চ) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকার মৃত. সুন্দর আলীর ছেলে।

গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশানার (ডিবি) মো. মনজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন ভবানীপুর এলাকায় মাদকের অভিযানে যায় গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। এ সময় ওই এলাকায় একটি পরিত্যাক্ত ঘরের পাশে অবস্থান নেওয়া জাহাঙ্গীরসহ কয়েকজন গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। পরে গোয়েন্দা (ডিবি) পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এক পর্যায়ে জাহাঙ্গীর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে পড়ে থাকে এবং অন্যরা পালিয়ে যায়। পরে গোয়েন্দা পুলিশ জাহাঙ্গীরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহত জাহাঙ্গীরের পকেট থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ঘটনাস্থল থেকে একটি অস্ত্র ও ১০ কেজি গাাঁজা উদ্ধার করা হয়েছে। নিহত জাহাঙ্গীরের বিরুদ্ধে ৬টি মাদক মামলাসহ ৮টি মামলা রয়েছে।

টিবিজেড/

Exit mobile version