Site icon Jamuna Television

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর বিজয় মিছিলে হামলায় নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর বিজয় মিছিলে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে। সোমবার রাতে কুড়িঘর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানয়ীরা জানান, সন্ধ্যায় বিজয়ী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মনিরের সমর্থকরা ঢাক-ঢোল বাজিয়ে আনন্দ মিছিল বের করে। এসময় নৌকার প্রার্থীর সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

গুরুতর আহত হয় ৩ জন। আহতদের সদর হাসপাতালে নেয়া হলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সংঘাতের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

Exit mobile version