থানায় পুলিশের বিচার কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, মামলা না নিয়ে থানার ওসিরা কোন সাহসে নিজেরাই বিচার বসায়, সমঝোতার চেষ্টা করে?
সাতক্ষীরার শ্যামনগর থানার একটি ঘটনায় ওসি মামলা না নিয়ে মধ্যস্থতা করেছিলো বলে আনা এক অভিযোগের রিট শুনানিতে এ মন্তব্য হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চের। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ সে ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।
আদালত বলেন, ১৩ হাজার পুলিশ থানায় মামলার আগেই অভিযোগের সমঝোতা করে ফেলছে। এতে দু’পক্ষের ন্যায়বিচার নিশ্চিত হচ্ছে না। গোটা পুলিশ বিভাগের বদনাম হচ্ছে তাতে। এসময় আদালত আরও বলেন, থানা পুলিশ সুবিধামত মামলা দেয়। এছাড়া টাকা ছাড়া জিডিও হয়না বলে মন্তব্য করেন আদালত। শুনানির সময় আদালত আরও বলছিলেন, অনেক পুলিশ কষ্ট করে দিনযাপন করে, আর অনেকে চার থেকে পাঁচটা বাড়িও করে ফেলেন।
টিবিজেড/
Leave a reply