দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৮ উইকেটে হেরেছে চিটাগং ভাইকিংস। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪৩ রান তুলে চিটাগং। জবাবে জশ বাটলার, স্যামুয়েলসদের ব্যাটিং নৈপুন্যে ১৬ বল হাতে রেখেই জয় তুলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এবারের সরব বিপিএলে একমাত্র নীরব দল চট্গ্রাম ভাইকিংস। দল গঠন থেকে প্রচার সব ক্ষেত্রে পিছিয়ে থাকা দলটি মাঠে কেমন করে তাই দেখার অপেক্ষায় ছিলো ভক্তরা। সেই স্বপের পালে হাওয়া দেন ভাইকিংসের দুই ওপেনার এনামুল বিজয় ও সৌম্য সরকার। ওভারের আগেই স্কোর বোর্ডে বিনা উইকেটে অর্ধশতক। লুক রঙ্কি ৪০ আর ৩৮ রান করেন সৌম্য সরকার।
কিন্তু এমন উড়ন্ত সুচনার পরো বড় স্কোর পাওয়া হয়নি মুলত কুমিল্লার সাইফুদ্দিন ম্যাজিকে। এই অলরাউন্ডার ২৪ রানে তুলে নেন ৩ উইকেট। ৭ উইকেটে ১৪৩ রানে থামে ভাইকিংস।
মাঝাড়ি লক্ষ্যে লিটন দাসের সঙ্গী হন জস বাল্টার । ২৩ রান করে লিটন ফিরলেও, ৪৮ রান করে কুমিল্লার প্রথম জয়ের ভিত গড়ে দেন বাটলার। বাকি কাজ টুকু সারেন ইমরুল। ওয়ান ডাউনে নেমে তার ৩৩ আর আর মারলন স্যামুয়েলসের ১৮ বলে ৩৫ রানের ঝড়ো ক্যামিওতে ১৬ বল আগে ৮ উইকেটের ভিক্টোরি কুমিল্লার।
Leave a reply