সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বিকাল ৩টায় (সম্ভাব্য) ছাড়পত্র পেতে পারেন। হাসপাতালের বরাতে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, ওবায়দুল কাদের এখন সম্পূর্ণ সুস্থ আছেন।
তবে হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও এখনই দেশে ফিরতে পারবেন না তিনি। ফলোআপ চিকিৎসার জন্য আরও কিছুদিন সিঙ্গাপুরে থাকতে হবে তাকে।
গত ৫ মার্চ চিকিৎসার জন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আনা হয় ওবায়দুল কাদেরকে। ২০ মার্চ তার বাইপাস সার্জারি হয়। ২৬ মার্চ নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয় ওবায়দুল কাদেরকে।
Leave a reply