সরকারকে একঘরে করতে সব গণতান্ত্রিক শক্তিকে এক প্লাটফর্মে আসার আহ্বান মঈনের

|

সরকারকে একঘরে করতে সব গণতান্ত্রিক শক্তিকে এক প্লাটফর্মে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. মঈন বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে সফল আন্দোলন করতে হবে। এজন্য ধরে রাখতে হবে ঐক্য। তিনি বলেন, নতুন করে কাউকে নেতা বানাতে বিএনপি ঐক্য গড়েনি। তাই ভ্রান্তধারণায় নিজেদের মধ্য বিভেদ সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।

মঈন খান আরও বলেন, আন্দোলনের জন্য শক্তি সঞ্চয় করছে বিএনপি। খালেদা জিয়ার মুক্তির পরিবেশ সৃষ্টি করতে আন্দোলনের পাশাপাশি আলোচনাও চলবে বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply