দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে মাদক ও স্মার্ট ফোনের আসক্তি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদ ড. জাফর ইকবাল। আজ রাজধানীর বেইলি রোডে ভিকারুন্নিসা নুন স্কুলে “অনি:শেষ ৭১” আয়োজিত মুক্তিযুদ্ধ বিষয়ক অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. জাফর ইকবাল সঠিক ইতিহাস জানার মাধ্যমে তরুণদের দেশের প্রতি দেশপ্রেম বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সঠিক সময়ে জন্মগ্রহণ করেছিলেন বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই স্বাধীন দেশে সবচেয়ে দুভাগ্যের বিষয় ছিলো রাজাকারদের মন্ত্রী হওয়া। যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে জাতি সেই কলঙ্ক থেকে অনেকটাই বেরিয়ে এসেছে বলেও জানান এই শিক্ষাবিদ।
দিনব্যাপী এই আয়োজনে ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিযোগীতায় ৮টি বিষয়ে অংশ নেয় ১৫০০ শিক্ষার্থী।
Leave a reply