Site icon Jamuna Television

আবারও ফিফা-এএফসিতে কিরণ

আবারও ফিফা ও এএফসির নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মাহফুজা আক্তার কিরন।তিনি বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির সদস্য পদে দায়িত্ব পালন করছেন।

শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এএফসির ২০তম কংগ্রেসে তিনি এ পদে নির্বাচিত হন।

সদস্য পদে কিরণ তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মালদ্বীপের মরিয়ম মোহামেদকে হারিয়েছেন। এই কমিটি ২০২৩ সালের এশিয়ান কাপ কোথায় হবে তার সিদ্ধান্ত নেবে।

এএফসির সভাপতি পদে আবারও নির্বাচিত হয়েছেন শেখ সামলান বিন ইব্রাহিম আল খেলাইফি। আগের মেয়াদে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

এএফসির সদস্য পদে নির্বাচিত মাহফুজা কিরণ বর্তমানে বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য পদে আছেন। এছাড়া বাফুফের মহিলা উইংয়ের চেয়ারম্যান তিনি। এর আগে ফিফা কাউন্সিলের সদস্য ছিলেন তিনি। এবারও ধরে রেখেছেন ওই পদ।

টিবিজেড/

Exit mobile version