Site icon Jamuna Television

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাম পুলিশকে গুলি করে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভানু চন্দ্র দাস নামে এক গ্রাম পুলিশকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে তালশহর-বাহাদুরপুর সড়কে এই হত্যাকাণ্ড।

পুলিশ জানায়, আশুগঞ্জের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান আমির হোসেনের গাড়িতে তেল ভরতে সরাইল বিশ্বরোড পাম্পের দিকে যাচ্ছিলেন ভানু চন্দ্র দাস। এসময় একটি সিএনজিচালিত অটোরিকশা তার গাড়ির গতিরোধ করে।
তিন অস্ত্রধারী ভানু চন্দ্র দাসকে গুলি করলে, ঘটনাস্থলেই মারা যান তিনি। ভানু চন্দ্র তালশহর ইউপি চেয়ারম্যান আবুশামার দেহরক্ষী ছিলেন। আবুশামা স্থানীয়দের কাছে টাইগার বাহিনী প্রধান হিসেবেও পরিচিত।

টিবিজেড/

Exit mobile version