খুলনা শিপইয়ার্ডে নির্মিত সর্ববৃহৎ যুদ্ধ জাহাজ দুর্গম ও নিশান এবং সাবমেরিন টাগ পশুর ও হালদাকে নৌবহরে কমিশনিং করলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার দুপুরে, খুলনায় এ কমিশনিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময়, দেশ সেবায় আরো আন্তরিক হতে নৌবাহিনী সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি।
জাহাজশিল্পের উন্নয়নে নৌবাহিনী তথা বাংলাদেশ ভবিষ্যতে আরো জোরালো ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি বলেন, দেশের সমুদ্রসীমা ও নৌসীমায় সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতের মতো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পালন করছে নৌবাহিনী। তাই, এ বাহিনীর উন্নয়নে জোর দিচ্ছে সরকার। আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করা হচ্ছে নৌবাহিনীকে। নিজেদের দায়িত্ব পালনের মাধ্যমে উপকূলের মানুষের শান্তি নিশ্চিতেও নৌবাহিনীর সদস্যদের প্রতি আহবান জানান রাষ্ট্রপতি।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply