শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেলো বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে লিগ শিরোপাধারীরা। গোল করেছেন লুইস সুয়ারেজ আর লিওনেল মেসি। লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও গড়লেন মেসি।
৮৫ মিনিটে ডেডলক ভাঙে কাতালানরা। জর্ডি আলবার পাসে ডিবক্সের বাইরে থেকে নেয়া শটে ইয়ান ওবলাককে ফাকি দেন লুইস সুয়ারেজ। লিগ যা এই নাম্বার নাইনের ২০ তম গোল।
ঘরের মাঠে গোল করাটা যেন নিয়মেই পরিণত হয়েছে লিওনেল মেসির জন্য। ন্যু ক্যাম্পে সেই অপেক্ষার অবসান হয় ৮৬ মিনিটে। টানা ৮ হোম ম্যাচে নিশানাবাজী করলেন তিনি।
রেকর্ডের রাত ছিলো এই তারকার জন্য।লা লিগায় নিজের ৩৩৫ তম জয় নিয়ে মাঠ ছাড়েন এলএম টেন। ছাড়িয়ে গেলেন রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার ইকার ক্যাসিয়াসের ৩৩৪ ম্যাচ জয়ের রেকর্ড।
চলতি মৌসুমে এই নিয়ে ২২ তম ম্যাচে জয়ের দেখা পেলো শিরোপাধারীরা। লিগের এখনও বাকি ৭ ম্যাচ; তবে ২য় স্থানে থাকা অ্যাটলেটিকোর সাথে পয়েন্টের ব্যবধান এখন ১১; তাই লিগ শিরোপার স্বপ্ন দেখাটা অসম্ভন নয় ভালভার্দের দলের।
টিবিজেড/
Leave a reply