Site icon Jamuna Television

মসিক নির্বাচনে মেয়র পদে লড়বেন ৫ জন

ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়তে যাচ্ছেন ৫ প্রার্থী। সোমবার শেষ দিনে তারা ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।

প্রার্থিরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ইকরামুল হক টিটু, জাতীয় পার্টি মনোনীত জাহাঙ্গীর আহমেদ, স্বতন্ত্র প্রার্থী আবু মো. মুসা, শহীদুল ইসলাম স্বপন মণ্ডল ও বিশ্বজিৎ ভাদুরী। কাউন্সিলর পদে ৩৩টি ওয়ার্ডে ২৫৯ জন এবং ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। সিটি নির্বাচনে আগামী ১০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৭ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ৫ মে ভোট।

মসিক নির্বাচনে ১২৭টি ভোটকেন্দ্রে মোট দুই লাখ ৯৬ হাজার ৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে সবগুলো কেন্দ্রেই ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে।

টিবিজেড/

Exit mobile version