Site icon Jamuna Television

ভানুয়াতুতে আটকা পড়েছেন ১০৩ বাংলাদেশি

পাচারের শিকার হয়ে প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে করুণ দশা ১০৩ বাংলাদেশির। ভালো কাজ ও অস্ট্রেলিয়া পৌঁছে দেয়ার প্রলোভন দেখিয়ে তাদের পাচার করা হয়েছিল। খবর ভয়েস অব আমেরিকার।

পাচার হওয়া শাহিন খান নামের এক যুবক জানিয়েছেন, পাচারের আগে তাদেরকে বলা হয়েছিল ভানুয়াতু পৌঁছানোর পরপরই তারা ব্যবসা করতে পারবেন। তবে গত নভেম্বরে তাদের গ্রেফতার করেছে ভানুয়াতু পুলিশ।

ভানুয়াতুর আদালতে দ্বিতীয় দফায় তিন সপ্তাহের জন্য মামলাটি মুলতবি করা হয়েছে। তাদেরকে দেশে ফিরিয়ে আনাতে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তা চেয়েছে বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।

ভানুয়াতুর হিউম্যান রাইটস কোয়ালিশনের এরিক পাকোয়া বলেন, আদালতের কার্যক্রম আরও বিলম্বিত হলে এসব মানুষের দুর্ভোগ বৃদ্ধি পাবে।

তিনি বলেন, এ জন্য আমি উদ্বেগ তুলে ধরেছি। এসব মানুষ যেন ক্ষতিপূরণ পায় সে দাবি করেছি।

Exit mobile version