Site icon Jamuna Television

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুকে ধর্ষণ করে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

শেরপুরের নালিতাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক শিশুকে ধর্ষণ এবং পরে হত্যার দায়ে কান্তি মারাক নামে এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

দুপুরে এই রায় দেন শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আকতারুজ্জামান। সেইসঙ্গে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেন আদালত।

আদালতের নথিসূত্র থেকে জানা যায়, ২০১৩ সালের ৩০ মার্চ সন্ধ্যায় নালিতাবাড়ী উপজেলার পানিহাতা গ্রামের কান্তি মারাক ৮ বছরের ওই শিশুকে জোর করে ধর্ষণ করে। ধর্ষণের পর একপর্যায়ে শিশুকে শ্বাসরোধ করে হত্যা করে, পাশের ড্রেনে ফেলে দেয়। ঘটনার পরদিন শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। মামলার দিন ময়মনসিংহ জেলার পার্শবর্তী ফুলপুর থেকে ধর্ষক কান্তি মারাককে গ্রেফতার করে পুলিশ।
টিবিজেড/

Exit mobile version