Site icon Jamuna Television

বরগুনায় আবারও স্কুল চলাকালে ভবনের ধস

স্কুল চলাকালে বরগুনায় আবারও ভবনের একাংশ ধসের ঘটনা হয়েছে।

প্রধান শিক্ষক শামীমা নিপা জানান, সকালে পৌর শহরের আমতলা পাড়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের একাংশ ধসে পড়ে। অল্পের জন্য রক্ষা পায় শিক্ষার্থীরা। এসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। ঝুঁকিপূর্ণ ভবনের কথা কর্তৃপক্ষকে অবহিত করা হলেও তাতে গুরুত্ব দেয়া হয়নি বলেও অভিযোগ বিদ্যালয়ের শিক্ষকদের।

Exit mobile version