Site icon Jamuna Television

মাদক বিক্রির সময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আটক

ভোলায় মাদক বিক্রির অভিযোগে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে শহরের মুসলমান পাড়া এলাকায় অভিযান চালানোর সময় তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ওই এলাকায় নির্মাণাধীন একটি ভবনে মাদকের হাত বদল হচ্ছে এমন সংবাদে অভিযানে নামে পুলিশ। ঘটনাস্থল থেকে মোস্তাক আহমেদ শাহিন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদে তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত হয় পুলিশ। আদালতে নেয়া হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

Exit mobile version