Site icon Jamuna Television

কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সরদার নিহত

কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মহরম আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর দাবি মহরম ডাকাত দলের সর্দার।

পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতি খবরে গতরাত দুইটার দিকে শিমুলকান্দি ইউনিয়নের চাঁনপুর ব্রিজ এলাকায় অভিযানে যায় তারা। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ডাকাতরা। পাল্টা জবাব দেয় পুলিশও। গোলাগুলিতে গুরুতর আহত হন মহরম আলী। হাসপাতালে নেয়া চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় আহত হন তিন পুলিশ সদস্য।

এসময় ঘটনাস্থল থেকে একটি এলজি, ৫ রাউন্ড গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। মহরমের বিরুদ্ধে এক ডজনেরও বেশি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

যমুনা অনলাইন: আরএস

Exit mobile version