আগুনে ঝলসে মারা যাওয়া ফেনীর শিক্ষার্থী নুসরাত জাহান রাফির ময়নাতদন্ত শেষে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে সোনাগাজীতে। সেখানে স্থানীয় সাবরি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হবে জানাজা। তারপর পারিবারিক কবরস্থানে হবে রাফির দাফন। এদিকে নুসরাতের মরদেহের অপেক্ষায় প্রহর গুনছে গ্রামবাসী।
সরজমিনে দেখা যায়, নুসরাতের বাড়িতে এলাকাবাসীসহ সহপাঠীরা অপেক্ষা করছে। উঠোন ভর্তি মানুষ আর মানুষ। কেউ কাঁদছে, কেউ গোমড়া মুখে বসে আছে।
আগুনে ঝলসে দেয়ার ৫ দিন পর গতকাল রাতে মারা যান ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন নুসরাত জাহান রাফি। শনিবার পরীক্ষা হল থেকে ডেকে নিয়ে রাফির গায়ে আগুনে ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় দায়ের মামলায় প্রধান আসামি মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা’সহ গ্রেফতার হয়েছে ৯ জন। পলাতক রয়েছে ৫ জন।
গতকাল মামলাটি পিবিআই’এ স্থানান্তর করা হয়। প্রত্যাহার করা হয়েছে সোনাগাজী থানার ওসিকে। এদিকে আটক মাদরাসা শিক্ষার্থী উম্মে সুলতানা পপি ও জোবায়েরের রিমান্ড আবেদনের শুনানি হবে আজ।
Leave a reply