ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যার ঘটনায় সংশ্লিষ্ট থানার ওসির শাস্তি চেয়েছেন শিক্ষামন্ত্রী দিপু মনি। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে তিনি এই শাস্তি চান।
স্ট্যাটাসে মন্ত্রী লেখেন- নুসরাতকে থানায় জিজ্ঞাসাবাদের নামে আর একবার ধর্ষণ করে সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম। তিনি জিজ্ঞাসাবাদের পুরো ঘটনা ভিডিও করেন। পুরো ঘটনার বর্ণনা নেন।। মুখ থেকে হাত সরাতে বলেন। ও এইটুকু… বলেছিলেন। তিনি বলেছিলেন, সিরাজুদ্দৌলার বিরুদ্ধে নুসরাতের অভিযোগ একটা গল্প। সেই ভিডিও সামাজিক গণমাধ্যমেও ছড়ালেন। আবার যখন নুসরাতের গায়ে আগুন দেওয়া হলো, উনি গণমাধ্যমকে বললেন, আত্মহত্যার চেষ্টা! তাই নুশরাতের মৃত্যুর জন্য সেও দায়ি। কেবল দায়ি নন, হত্যার সহযোগীও। তিনিও ধর্ষক চক্রের সদস্য। তাই দ্রুত তাকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হোক। তার ক্ষমতা ও দাম্ভিকতার উৎস খুঁজে বের করতে হবে…।
উল্লেখ্য, ঘটনার পরপর ওসি মোয়াজ্জেমকে ওই থানা থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।
Leave a reply