প্যারিসের ৮৫০ বছরের পুরনো নটর ডেম গির্জায় অগ্নিকাণ্ড

|

ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ৮৫০ বছরের পুরনো নটর ডেম ক্যাথেড্রালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয় সময় সোমবার বিকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটির ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণ এখনও পরিষ্কার না। ধারণা করা হচ্ছে, সংস্কার কাজ করার সময় কোনোভাবে ভবনটিতে আগুন ধরে যায়।

প্যারিসের মেয়র আন্নে হিদালগো এটিকে ভয়ঙ্কর আগুন বলে বর্ণনা করেছেন। তিনি সবাইকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে বলেছেন। কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, আগুন লাগার পরপরই ভবনটি ঘিরে ফেলা হয়েছে।

এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। যুক্তরাজ্যের গণমাধ্যম টেলিগ্রাফের খবরে বলা হয়, গির্জাটির উপরের দিকের অংশ পুরোপুরি আগুনে জ্বলছে। দুটি বেল টাওয়ারেই আগুন দূর থেকেও পরিষ্কার দেখা গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply