জাতীয় পার্টির মধ্যে নেতৃত্ব নিয়ে কোন ধরণের বিরোধ নেই। চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্দেশেই দল চলছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় রওশন এরশাদ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সবাই মিলে দলের ঐক্য ধরে রাখতে হবে।
ছাত্র সমাজের নেতাকর্মীদের ভালো করে পড়াশুনা করার পরামর্শ দিয়ে তিনি বলেন, রাত জেগে ফেসবুক ব্যবহার করা খারাপ। রাতে না ঘুমিয়ে ফেসবুকে সময় কাটিয়ে অনেক শিক্ষার্থীর ক্যারিয়ার ধ্বংস হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এসময় উপস্থিত নেতাকর্মীদেরকে রাত জেগে ফেসবুক ব্যবহার না করার প্রতিজ্ঞা করান জাপা কো-চেয়ারম্যান।
এছাড়া যুব সমাজের কল্যাণে রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ রাখার দাবিও জানিয়েছেন রওশন এরশাদ।
Leave a reply