ঢাকার ক্যান্টনমেন্ট রেলস্টেশনে হয়ে গেলো ঢাকা-কলকাতা রুটে চলাচলকারী ‘মৈত্রী এক্সপ্রেস’-এর ইমিগ্রেশন কার্যক্রম। এখন থেকে কলকাতাগামী যাত্রীদের ইমিগ্রেশন ক্যান্টনমেন্ট রেলস্টেশনেই হবে। ভ্রমণে সময় কমে আসায় বেশ খুশি যাত্রীরা।
সকাল সোয়া ৮টায় মৈত্রী এক্সপ্রেস ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন ছেড়ে যায়। এর আগে নিবির্ঘ্নেই সব যাত্রীর ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে কর্তৃপক্ষ। ১০টি বুথে চলে ইমিগ্রেশন কার্যক্রম। তবে কার্যক্রম আরও সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে বুথের পরিমাণ বাড়ানোর দাবি যাত্রীদের। রেলমন্ত্রী মুজিবুল হক স্টেশন পরিদর্শন করে যাত্রীদের খোঁজখবর নেন। ইমিগ্রেশন কার্যক্রম ঠিকভাবে চলছে কি না সে খোঁজও নেন মন্ত্রী। ২০০৮ সালে চালুর পর থেকে চুয়াডাঙ্গার দর্শনায় ইমিগ্রেশন করতে হতো যাত্রীদের। এতে ২ থেকে ৩ ঘণ্টা বাড়তি সময় লেগে যেতো।
Leave a reply