রাফিকে পুড়িয়ে হত্যার অন্যতম পরিকল্পনাকারী শরীফকে আটক করা হয়েছে। মাদ্রাসা ছাত্রাবাসের সর্বশেষ বৈঠক ও আগুন দেয়ার সময় গেট পাহারায় ছিল সে।
এদিকে রাফি হত্যা মামলায় গ্রেফতার মো. শামীমের রিমান্ড শুনানি আজ অনুষ্ঠিত হবে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। গতকাল তাকে আদালতে তুলে রিমান্ড আবেদন জানানো হলে শুনানির এই তারিখ নির্ধারণ করেন বিচারক।
রাফি হত্যায় জড়িতদের সর্বোচ্চ সাজার দাবিতে ফেনী শহর ও সোনাগাজীতে আজও মানববন্ধন হয়েছে। জিরো পয়েন্টের মানববন্ধনে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান বক্তারা। দ্রুত বিচার ও জড়িতদের সর্বোচ্চ সাজার দাবি জানান তারা। বলেন, নুসরাত হত্যার সঠিক বিচার না হলে এ ধরণের ঘটনা বাড়তেই থাকবে। নির্যাতন প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
Leave a reply