অবৈধ সংযোগ, মিটার টেম্পারিংসহ গ্যাস বিতরণকারি সংস্থা তিতাসের ২২টি খাতে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। অনুসন্ধান শেষে আজ দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করেন দুদক কমিশনার মোজাম্মেল হক খান।
এসময় মন্ত্রী বলেন, অভিযোগগুলো আরও তদন্ত করবে মন্ত্রণালয়। জড়িতদের ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। এর আগে তিতাসের বিভিন্ন কাজে বেশ কিছু অনিয়মের অভিযোগ ওঠে। সেসব অভিযোগ ক্ষতিয়ে দেখতে কয়েক মাস ধরে কাজ করছিলো দুদকের একটি তদন্ত টিম।
Leave a reply