নতুন ধরণের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া

|

নতুন ধরণের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। যা একই সাথে বিভিন্ন লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এই তথ্য নিশ্চিত করে।

জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার দেশটির সেনাবাহিনীর একটি ফ্লাইট প্রশিক্ষণ অনুষ্ঠানে অংশ নিয়ে এই কৌশলগত নতুন অস্ত্রের পরীক্ষা চালান উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উন। ভিয়েতনামের হ্যানয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের পর এটিই পিয়ংইয়ং’র প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। তবে এ বিষয়ে এখনও কোন প্রতিক্রিয়া জানায় নি ওয়াশিংটন। কোরিয় উপদ্বীপে শান্তি ফেরাতে গেলো বছরের ১২ই জুন প্রথমবারের মতো বৈঠক করেন কিম-ট্রাম্প। বিভিন্ন ইস্যুতে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে দাবি করলেও এখনও কার্যকর কোন উদ্যোগে নেয়নি দুই দেশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply