চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী তরুণী আয়েশা ধর্ষণ ও হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

|

চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী তরুণী আয়েশা খাতুন ধর্ষণ ও হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শওকত আলী এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে নয়ন কর্মকার আর প্রশান্ত কারাগারে রয়েছে। রবি দাস, নিতাই চন্দ্র ও সুভাষ দাস পলাতক। মামলায় বলা হয়, ২০১৫ সালের ১৩ জুন নিখোঁজ হয় মানসিক প্রতিবন্ধী আয়েশা। পরদিন সদরের মহারাজপুর ইউনিয়নের একটি ডোবায় তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা হয়। তদন্ত শেষে ৫ জনকে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। ১৪ জনের সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আদালত আজ এই রায় দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply