চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালানোর সময় হামলা চালিয়েছে জেলেরা। এতে আহত হয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ দুই কর্মকর্তা। বৃহস্পতিবার রাতে হাইমচর উপজেলার কাটাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ইলিশের অভয়াশ্রমে মাছ শিকারে নিষেধাজ্ঞা চলছে। তা অমান্য করে অনেক জেলেই নামছেন নদীতে। তাদের বিরুদ্ধে অভিযানে নামে কোস্টগার্ড, নৌপুলিশসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। অভিযানের একপর্যায়ে অতর্কিত হামলা চালায় জেলেরা। পরে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনার পরপরই ১৬ জেলেকে আটক করা হয়।তাদের মধ্যে কারাগারে পাঠানো হয়েছে ১৩ জনকে। বাকিদের বয়স কম হওয়ায় ৫ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল।
Leave a reply