ভারতের প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

|

এবার ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গোগৈ’র বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সুপ্রিম কোর্টের একজন সাবেক কর্মকর্তা। খবর বিবিসি বাংলার।

গত বছরের অক্টোবর মাসে ঘটা দুটি হেনস্থা নিয়ে অভিযোগ করেছের ঐ নারী কর্মকর্তা। তবে বিচারপতি গোগৈ এসব অভিযোগ অস্বীকার করেছেন।

বিচারপতি গোগৈ বলেন, বিচার ব্যবস্থার স্থিতিশীলতা বিনষ্ট করার জন্যই এমন অভিযোগ করেছেন ঐ নারী। আর এসব অভিযোগের জবাব দেয়ার জন্য যে নীচতা, আমি এত নীচে নামতে চাই না।

গোগৈর বিরুদ্ধে যৌন নির্যাতনের ওপর হলফ-নামাটি সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে পাঠানো হয়েছে। হলফনামায় ঐ বিবাহিত নারী বলেন, গত ১০ এবং ১১ই অক্টোবর বিচারপতি গোগৈ তার বাড়ির অফিসকক্ষে তার সাথে অশ্লীল আচরণ করেন। তিনি আরো উল্লেখ করেন, গোগৈ তার কোমর জড়িয়ে তার সারা শরীরে হাত বুলাতে থাকেন এবং তাকে তার শরীরের সাথে চেপে ধরে থাকেন। তখন ঐ নারী তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন।

এঘটনার পর ঐ নারীকে তিন বার বদলি করা হয় এবং গত ডিসেম্বর মাসে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। মহিলার স্বামী এবং ভাইকেও তাদের চাকরিতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে হলফনামায় বলা হয়েছে।।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply