Site icon Jamuna Television

‘বিএনপির সমাবেশকে সরকার ভয় পায়’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ এতটাই অগণতান্ত্রিক দল যে, বিএনপিকে  একটি সমাবেশ করতে দিতে তারা ভয় পাচ্ছে।

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে প্রয়াত রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের স্মরণ সভায় তিনি একথা বলেন।

বিএনপি নেতা আরও বলেন, আওয়ামী লীগ সরকার ধ্বংসের শেষ পর্যায়ে আছে। দেশে প্রতিদিন কত মানুষ নিখোঁজ হচ্ছে। অপহরণকারীদের বিরুদ্ধে সরকার কিছুই করছে না।

শুধু নির্বাচনের আগে নয়, গণতান্ত্রিক সংস্কৃতি চর্চার জন্য সারা বছরই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে উল্লেখ করে খসরু জানান, প্রশাসনকে চরমভাবে দলীয়করণ করা হয়েছে। সেকারণেই সুষ্ঠু নির্বাচনের জন্য নির্দলীয় সরকারের কথা বলছে বিএনপি।

অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আযম খান অভিযোগ করেন, ১২ নভেম্বর বিএনপির সমাবেশে সরকারি দল নাশকতা করতে পারে।

Exit mobile version