খালেদা জিয়া আপোষহীন তাই মুক্তির জন্য দর কষাকষি করবেন না: রিজভী

|

খালেদা জিয়া আপোষহীন তাই মুক্তির জন্য দর কষাকষি করবেন না বলে জানিয়েছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

রিজভী জানান, আইনের কারণে নয়, প্রতিহিংসার কারণেই কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রীয় মদদে গুম খুন ও বিরোধী দলকে শেষ করে দেয়ার সব চেষ্টা করে যাচ্ছে সরকার। সমাজে নৈরাজ্যকর পরিস্থিতি রেকর্ড ভেঙ্গেছে উল্লেখ করে রিজভী আহমেদ বলেন, দেশের কোনো মানুষ এখন নিরাপদে নেই।
টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply