লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে ভোটার উপস্থিতি ছিলো ৬৬ শতাংশ

|

ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে ভোটার উপস্থিতি ছিল ৬৬ শতাংশ। মঙ্গলবার, সবচেয়ে বেশি ভোটার উপস্থিতি ছিল ত্রিপুরায়, প্রায় ৮০ শতাংশ। পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৭৯ শতাংশ। এ রাজ্যে নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছে একজন।

মুর্শিদাবাদে বোমা হামলায় তিন তৃণমূল কংগ্রেস নেতা আহত হয়েছেন। উত্তর প্রদেশে পোলিং অফিসারকে পিটিয়ে আহত করেছে ক্ষমতাসীন দলের কর্মীরা। সহিংসতা হয়েছে মধ্য প্রদেশ আর জম্মু-কাশ্মিরেও। সবচেয়ে কম ভোটার উপস্থিতি ছিল জম্মু-কাশ্মিরে, বিকাল ৫টা পর্যন্ত রাজ্যটিতে ভোট পড়ে মাত্র ১১ দশমিক দুই-দুই শতাংশ।

এছাড়া আসামে ভোট পড়ে ৬৪ শতাংশ। ইভিএম-এ জালিয়াতির মাধ্যমে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ উঠেছে কেরালা, আসাম আর গোয়ায়। কেরালায় ভোটকেন্দ্রে বয়স্ক দুই ব্যক্তির মৃত্যুর খবর জানিয়েছে গণমাধ্যম। প্রধান দুই দলের হেভিওয়েট প্রার্থীদের কারণে সবচেয়ে বেশি উত্তেজনা তৃতীয় ধাপের ভোটকে ঘিরে। ১১ এপ্রিল শুরু হওয়া নির্বাচনে, ৫৪৩ আসনের পার্লামেন্টে এখন পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে ৩০২ আসনে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply