মিয়ানমারের কাচিন প্রদেশে একটি পান্নার খনিতে ভূমিধসে প্রাণ গেছে অন্তত ৫৭ জন শ্রমিকের। এদের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা গেছে। উত্তরের প্রত্যন্ত মাও-উন-কালায় গ্রামে স্থানীয় সময় সোমবার মধ্যরাতে হয় এ ভূমিধস। ঘুমন্ত অবস্থায় মাটিচাপা পড়েন শ্রমিকরা।
ঘটনার একদিন পেরিয়ে যাওয়ার পর কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে ধারণা করছে প্রশাসন। মরদেহের সন্ধান ও উদ্ধারে কাজ চলছে। ‘শোয়ে নগর কোয়ে কাউং’ এবং ‘মিয়ানমার থুরা জেমস’ নামের দু’টি বেসরকারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে খনিটিতে রত্ন উত্তোলন চলছিল। ভূমিধসের কারণ এখনও জানা যায়নি। তবে দুর্বল নিরাপত্তা, আর নানা অনিয়ম ও অব্যবস্থাপনার ফলে, মিয়ানমারের তিন হাজার কোটি ডলারের এ খাতে প্রায়ই নানা দুর্ঘটনা ঘটে থাকে। গেল কয়েক বছরে শুধু কাচিনেই এমন দুর্ঘটনায় প্রাণ গেছে শত শত শ্রমিকের।
Leave a reply